বরিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চরমোনাই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মৃত হেলাল খন্দকারের ছেলে আব্দুর রশিদ দুপুরে চরমোনাই মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণ কাজ করছিলেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিলে ডা. দাস রনবীর তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএস/আরবি/এসআই