ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সমাবেশের নামে চলছে চাঁদাবাজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
সমাবেশের নামে চলছে চাঁদাবাজি ছবি: আনোয়ার হোসেন রানা

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নামে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের একটি চক্র কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে বলে দাবি করেছেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার।

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নামে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের একটি চক্র কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে বলে দাবি করেছেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার।

বুধবার (০৯ নভেম্বর) ডিআরইউতে বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, মতিন, সামাদ, বখতিয়ার, মাসুদরা সমাবেশের নামে কোটি টাকা চাঁদাবাজি করছে। সংগঠনটিকে জামায়াত-বিএনপির  পক্ষে রাখার জন্য বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু ও আসাদুজ্জামান রিপন তাদের টাকা দিচ্ছে। আর এদের মূলত টাকা দিচ্ছে জামায়াত।

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের বিষয়ে সংগঠন কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি।

মাওলানা আব্দুস সাত্তার বলেন, যদি কোনো সমাবেশ হয় তাহলে তার অনুমতি নেবে সংগঠন। কিন্তু আমরা কিছুই জানি না। অসাদুপায়ে এসব টাকা লুটপাট করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।