ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নামে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের একটি চক্র কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে বলে দাবি করেছেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার।
বুধবার (০৯ নভেম্বর) ডিআরইউতে বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, মতিন, সামাদ, বখতিয়ার, মাসুদরা সমাবেশের নামে কোটি টাকা চাঁদাবাজি করছে। সংগঠনটিকে জামায়াত-বিএনপির পক্ষে রাখার জন্য বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু ও আসাদুজ্জামান রিপন তাদের টাকা দিচ্ছে। আর এদের মূলত টাকা দিচ্ছে জামায়াত।
আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের বিষয়ে সংগঠন কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, যদি কোনো সমাবেশ হয় তাহলে তার অনুমতি নেবে সংগঠন। কিন্তু আমরা কিছুই জানি না। অসাদুপায়ে এসব টাকা লুটপাট করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/এমজেএফ/