ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
রাঙামাটিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন-কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ (২৫), বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বনি মাহমুদ (২৩), এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শাওন (২০) ও ছাত্রলীগ সমর্থক পারভেজ (২২)। এদের মধ্যে ইমতিয়াজ রিয়াদকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকিরা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্রলীগের এক কর্মী বাংলানিউজকে জানান, সকালে কলেজ লাইব্রেরিতে রিয়াদের সমর্থক শাওন ও কলেজ ছাত্রলীগের সভাপতি বাপ্পার সমর্থক দীপংকরের মধ্যে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন ওই চারজন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, পুলিশ ছয় রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বাংলানিউজকে জানান, এ ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা দায়ী।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।