খুলনা: খুলনার দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কের বিএল কলেজের বিপরীতে সেফ এন সেভের সামনে একটি লরি তাকে ধাক্কা শুভাশীষ নাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুভাশীষ বিএল কলেজের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় তেলবাহী একটি লরি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমআরএম/জিপি/এমজেএফ