পটুয়াখালী: পটুয়াখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের দরবার হলে এ সভার আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মু. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করা। বাল্যবিয়ের কারণে দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মা ও সন্তানের শারীরিক স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে তাদের সন্তানের পঙ্গুত্ব জীবনের ঝুঁকি বাড়ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএস/এনটি/টিআই