ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ট্রম্পের স্ত্রীসহ বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণও জানান তিনি।
বুধবার (০৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
ওই বার্তায় শেখ হাসিনা বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয় যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণে কাজ করবে। ’
তিনি বলেন, আমি আন্তরিকভাবে আপনাকে ও আপনার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সুবিধা মত সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ যে বিস্ময়কর উন্নতি করেছে, আপনারা এসে তা দেখে যান। ’
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আপনার নেতৃত্বে আমাদের দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। পারস্পরিক ক্রমবর্ধন কাজ আমাদের দ্বি-পাক্ষিক ও বহুমুখী স্বার্থ রক্ষা করে নিরাপদ বিশ্ব তৈরিতে অবদান রাখবে। যেখানে নতুন প্রজন্ম শান্তিপূর্ণভাবে জীবন ধারণ করতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/ আপডেট: ১৭২৫ ঘণ্টা
এমইউএম/টিআই