ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
গাইবান্ধায় বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়ায় বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়ায় বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।

 

বুধবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে পান্থপাড়ায় রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা এক যুবক মারা যান। এসময় উভয় গাড়ির আরো সাতজন আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনছার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।