ঢাকা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে সাভার জাতীয় স্মৃতিসৌধে। এসময় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
বুধবার (৯ নভেম্বর) সরকারি তথ্য বিবরণীতে সাভার আমিনবাজার এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমআইএইচ/এটি ।