ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে নকলে সহায়তার দায়ে শিক্ষক বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
মধুপুরে নকলে সহায়তার দায়ে শিক্ষক বহিষ্কার

টাঙ্গাইলের মধুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহায়তার  অভিযোগে এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহায়তার  অভিযোগে এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাসনিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।

মধুপুরের  ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকালে রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় শিক্ষক ইয়াকুব আলীকে নকলে সহায়তা করার সময় আটক করা হয়।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা ও পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।