ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের লালপুর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা চত্বরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও পরিচালনা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজমেরী বেগম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি সামছুল ইসলাম বাবলু মাস্টার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন ভাণ্ডারী প্রমুখ।

পরে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ২৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।