চুয়াডাঙ্গা: সরকারের ভিশন-২১ বাস্তবায়নের লক্ষে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) দুপুরে জেলার আলমডাঙ্গা থেকে আনুষ্ঠানিকভাবে এ পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।
হারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান ও উপজেলা ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে হারদী ইউনিয়নের ৪১ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও সংসারের রান্নার কাজে ব্যবহৃত বেশ কেছু উপকরণ বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চুয়াডাঙ্গাকে ভিক্ষুকমুক্ত করা হবে। সে লক্ষে তারা কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি