লালমনিরহাট: লালমনিরহাটের পাঁচটি উপজেলার ১২শ’ ৪৭টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলার ২৮টি ইউনিয়ন তিস্তা, সানিয়াজান ও ধরলার নদী ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
লালমনিরহাট জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা ইদ্রিশ আলী বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের সরকারি বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে। নতুন করে যেসব পরিবার নদী ভাঙনের শিকার হচ্ছে তাদেরও সহায়তা দেওয়া হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বাংলানিউজকে জানান, নদী ভাঙনের শিকার প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। যারা বাকি রয়েছে তাদের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে তাদেরও সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি