সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য বিভাগের কর্মী উজ্জ্বল কুমার রায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (০৯ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে মঙ্গলবার (০৮ নভেম্বর) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি