ঢাকা: রাজধানীতে জমি যখন সোনার হরিণ তখন কেবল মানুষের কল্যাণে আড়াই বিঘা জমি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে দিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বসুন্ধরা এলাকায় নতুন থানা গঠনের জন্য বুধবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবনে আনন্দঘন পরিবেশে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের হাতে জমির দলিল তুলে দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডটি) সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্ট্রেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মশিউর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক (ল্যান্ড) লিয়াকত হোসেন, রংধুন গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারসহ পুলিশ কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। থানার জন্য আমরা জমি দিচ্ছি। মূলত বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরতদের স্বার্থেই।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি বা সমাজনীতি হবে না। গত ১০ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে তাদের বহু সদস্য নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেক। তার পরও পুলিশবাহিনী এগিয়ে যাচ্ছে। আমাদের গণমাধ্যম তাদের এই ভূমিকার জন্য স্বাগত জানায়। আবার তাদের সমালোচনাও করা হয়। তবে এই সমালোচনার উদ্দেশ্য, যাতে তারা তাদের ভুল শুধরে নিতে পারেন। আমি বলব, সর্বকালের সেরা সময় এখন পুলিশ কাটাচ্ছে। পুলিশ নিবেদিতভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে।
বসুন্ধরা গ্রুপের কর্ণধার বলেন, একটা সময় ছিল, পুলিশ দেখলেই আমরা খারাপ মন্তব্য করতাম। এখন কিন্তু সেটা উঠে গেছে। এখন পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। গুলশানের জঙ্গি হামলায়ও দুই পুলিশ অফিসার নিহত হয়েছেন। বহু পুলিশ আহত হয়েছেন। পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার যে দিকনির্দেশনা দিচ্ছেন, তাতে আজ দেশ অনেকটাই জঙ্গিমুক্ত বলা চলে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যেই এ দেশ মধ্য আয়ের দেশ হবে। এ ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ যদি ঠিকমতো শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে আমাদের সবকিছুই ভেস্তে যাবে। যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে, সে দেশ উন্নত হতে পারে না। আমরা একটি থানার জন্য জায়গা দিয়েছি। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা মাদানীনগরে আরেকটি থানার জন্য জায়গা দেব; যাতে ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সর্বাত্মক সহযোগিতা পেতে পারি। আমরা মনে করি, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। আমরা হাতে হাত রেখে কাজ করলে আশা করি দেশের আইনশৃঙ্খলার আরও অনেক অনেক উন্নতি হবে। অদূর ভবিষ্যতে আমরা হাতে হাত রেখে কাজ করব।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ— পুলিশের থানার জন্য যে জায়গা দিয়েছে তা অত্যন্ত ইতিবাচকভাবে আমরা দেখছি। এজন্য বাংলাদেশ পুলিশও কৃতজ্ঞ। কারণ, পুলিশ সামগ্রিকভাবে কাজ করে জনগণের জন্য ও জননিরাপত্তার জন্য। এ কাজ করতে গিয়ে সমাজের যে কমিউনিটি আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি। তাদের সহায়তা নিয়ে পুলিশ কাজ করে। পুলিশ এককভাবে কোনো কাজ করতে পারে না। এ ক্ষেত্রে কমিউনিটির সঙ্গে একটি আস্থা ও সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়। আমাদের সীমাবদ্ধতা ও সমস্যা কমিউনিটিগুলো উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আমাদের থানার জন্য জায়গা দিয়েছেন। অতিসত্বর আমরা একটি ভবন করতে পারব বলে আশা করছি।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বিরাট জায়গায় হাজার হাজার লোক বসবাস করেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশ দরকার। এ কারণেই আমরা থানা করতে চেয়েছি। সে থানার জায়গা চেয়ারম্যান মহোদয় দিয়েছেন। আমি বিশ্বাস করি, থানা হলে এই এলাকার জনগণ নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। এজন্য বসুন্ধরা গ্রুপকে আমার ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। আমরা আগামী দিনেও জনস্বার্থে একসঙ্গে কাজ করে যাব।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে, এই বসুন্ধরা আবাসিক এলাকার পুরোটাকে ক্লোজ সার্কিট ক্যামেরা—সিসিটিভির অধীনে নিয়ে আসব। এখানে বিভিন্ন প্রবেশপথ পুনর্গঠন করে ভিন্নভাবে করব। এমনভাবে করব যাতে পুরো আবাসিক এলাকা সম্পূর্ণ নিরাপদ সিটি হিসেবে গড়ে তোলা যায়। বসুন্ধরা সিটি এখন এগোতে এগোতে বালু নদ পর্যন্ত গিয়েছে। আমরা অনুভব করছি, যেভাবে এখানে লোকসংখ্যা বাড়ছে, নাগরিক সুবিধা বাড়ছে, আগামীতে এখানে নতুন শহর হবে। আরও বাড়িঘর হবে। সেই মানুষের নিরাপত্তা দিতে আরও থানার সংখ্যা বাড়াতে হবে। সেই হিসেবে আজ বসুন্ধরা গ্রুপ আমাদের থানার জন্য জায়গা দিয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি, এর সুফল এই এলাকার জনগণ পাবে। নগরবাসী পাবে। আমরা বিদেশের মতোই বিভিন্ন এলাকায় শহর নিরাপদ প্রকল্প বা আবাসিক এলাকা গড়ে তুলতে চাই; যা আমাদের দেশের জন্য মডেল হতে পারে। আমি বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানাই। আশা করছি, দেশের জন্য জননিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ ও বসুন্ধরা গ্রুপের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। সেভাবে আমরা আগামীতেও মানুষের জন্য একসঙ্গে কাজ করব। সেই প্রত্যাশা রাখি। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সব কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকেও ধন্যবাদ জানাই। তিনিও পুলিশের পাশে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ইউএম/জেডএম/এসএনএস