কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিয়ার সেবনের দায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার এ জরিমানা করেন।
অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে জানান, বিকেলে বিয়ার সেবনের সময় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ মনিরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মজিরুল হক ও ডিবি পুলিশের উপপরিদর্শক সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি