ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল মসলা তৈরির দায়ে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ভেজাল মসলা তৈরির দায়ে ৩ জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা শহরের বঙ্গজপাড়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের বঙ্গজপাড়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

ভেজাল মসলা তৈরির দায়ে তাদের এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সময় প্রায় ৪০ মণ মসলা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল এ কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শহরের বঙ্গজপাড়া এলাকার রবিউল ইসলাম (৫৫), তার ছেলে রানা (৩০) ও সাতগাড়ী এলাকার হারুণ বিশ্বাসের ছেলে হাফিজুর রহামন (৩০)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শহরে ভেজাল মসলা তৈরির কারখানা তৈরি হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বঙ্গজপাড়ার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ৪০ মণ ভেজাল মসলা জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক প্রত্যেকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।