চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের বঙ্গজপাড়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল মসলা তৈরির দায়ে তাদের এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল এ কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শহরের বঙ্গজপাড়া এলাকার রবিউল ইসলাম (৫৫), তার ছেলে রানা (৩০) ও সাতগাড়ী এলাকার হারুণ বিশ্বাসের ছেলে হাফিজুর রহামন (৩০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শহরে ভেজাল মসলা তৈরির কারখানা তৈরি হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বঙ্গজপাড়ার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ৪০ মণ ভেজাল মসলা জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক প্রত্যেকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি