ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
লৌহজংয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ১ হাজার ৩৭৫ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ১ হাজার ৩৭৫ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আনিসুর রহমান মুন্না (২২) ও মো. জোনায়েদ।

মুন্সিগঞ্জ র‌্যাব-১১ এর ভাগ্যকুল ক্যাম্পের সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানান, দুপুরে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকার গ্রামীণ ফোনের পরিত্যক্ত টাওয়ারের একতলা ভবনে অভিযান চালানো হয়।

এসময় ১ হাজার ৩৭৫ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।