ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২৩ নভেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা এই প্রস্তুতি সভায় অংশ নেন।

সিলেট: আগামী ২৩ নভেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা এই প্রস্তুতি সভায় অংশ নেন।

 

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কামান্ডার আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম, পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল, পিডিবি’র নির্বাহী শেখ মিজানুর রহমান, সওজ’র নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, এডিসি রহমত উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা।

প্রস্তুতি সভা শেষে প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা জনসভাস্থল আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এনইউ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।