ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে কিশোর নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
লক্ষ্মীপুরে ৩ দিন ধরে কিশোর নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হৃদয় (১৩) নামে এক কিশোর তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হৃদয় (১৩) নামে এক কিশোর তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।

 

সোমবার (০৭ নভেম্বর) রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানীলক্ষ্মীপুর গ্রাম থেকে সে নিখোঁজ হয়।

হৃদয় ওই গ্রামের মো. হানিফের ছেলে।

এ ঘটনায় হৃদয়ের বাবা মো. হানিফ চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ কিশোরের বাবা মো. হানিফ বাংলানিউজকে জানান, সোমবার রাতে মাছ ধরতে গিয়ে হৃদয় নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানায় জিডি করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।