লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হৃদয় (১৩) নামে এক কিশোর তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানীলক্ষ্মীপুর গ্রাম থেকে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় হৃদয়ের বাবা মো. হানিফ চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ কিশোরের বাবা মো. হানিফ বাংলানিউজকে জানান, সোমবার রাতে মাছ ধরতে গিয়ে হৃদয় নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানায় জিডি করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি