ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মদ ও উত্তেজক পানীয়সহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
রাজধানীতে মদ ও উত্তেজক পানীয়সহ আটক ৩

রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে ১২শ’ বোতল মদ ও বিপুল পরিমাণ উত্তেজক পানীয়সহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১। তবে প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা: রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে ১২শ’ বোতল মদ ও বিপুল পরিমাণ উত্তেজক পানীয়সহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১। তবে প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।


 
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর)  রাত সাড়ে ৮টার দিকে নাখালপাড়ার সমিতি বাজারের হুসাইন ট্রেডিংয়ে অভিযান চালিয়ে এই মদ ও উত্তেজক পানীয় জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর মেজর ইশতিয়াক আহম্মেদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পণ্যগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মেজর ইশতিয়াক।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিএম/আরএটি/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।