আশুলিয়া, সাভার: আশুলিয়ায় নারী কনস্টেবলের আত্মহত্যায় প্ররোচনা মামলায় পুলিশ সদস্য জিয়াউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জিয়াউর রহমানকে আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, রিমান্ড ও তদন্ত দু’টি সমান গতিতে চলবে। আশা করা যাচ্ছে, ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো।
বুধবার (০৯ নভেম্বর) কনস্টেবল সাবিনা আক্তার আত্মহত্যা করেন। পরে আত্মহত্যার কারণ জানিয়ে একটি চিরকুটে জিয়াকে দায়ী করা হয়। এ ঘটনায় জিয়াকে আসামি করে সাবিনার ভাই আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। এরই ভিত্তিতে জিয়াকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি