গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে আহত আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ সংঘর্ষে ৩ জনের মৃত্যু হলো।
নিহতের নাম রোমেশ সরেন (৩৮)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের শিন্টাজুরি গ্রামের মৃত মাঝি সরেনের ছেলে।
গত রোববার (৬ নভেম্বর) সকালে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে আদিবাসীদের (সাঁওতাল) সংঘর্ষে আহত হন রোমেশ সরেন। ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে নিহতের পরিচয় নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএম/