সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজির হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী শাহীদ মিয়া (৫০)’র সঙ্গে কিছু দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল নজির হোসেনের। এরই জের ধরে তাকে বাজারে একা পেয়ে শাহীদ মিয়া তার পক্ষের লোকজন নিয়ে বেদম মারধর করে। মারধরের এক পর্যায়ে আহত অবস্থায় তাকে স্থানীয় লোক উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় নজির হোসেনের।
দোয়ারাবাজার থানার কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাংলা বাজার ইউনিয়নে এক জন লোক নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য যাচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় পৌছাতে একটু দেরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএম/