বরিশাল: বরিশাল নগরীতে ২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহষ্পতিবার নগরীর পলাশপুরের বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্থানীয় মানিক মোল্লার স্ত্রী দুলি বেগম (২৭) ও মৃত মোহাম্মদ খায়েরের ছেলে হুমায়ুন (২২)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন এলাকা থেকে দুলি বেগমকে ২ কেজি গাজাসহ আটক করা হয়।
এর আগে দুপুরে একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাজাসহ হুমায়ুনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএস/জেডএম