ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে যমুনায় ধরা পড়ছে অসংখ্য বাঘাইড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ধুনটে যমুনায় ধরা পড়ছে অসংখ্য বাঘাইড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে এবার ছোট-বড় অসংখ্য বাঘাইড় মাছ ধরা পড়ছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে এবার ছোট-বড় অসংখ্য বাঘাইড় মাছ ধরা পড়ছে।

বিগত ১০ বছরের তুলনায় এ বছর বেশি মাছ ধরা পড়ায় বেজায় খুশি জেলেরা।

স্থানীয়রা জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। নদীতে এখন প্রবল স্রোত নেই। এ সময়টা মাছ ধরার উপযুক্ত। তাই নানা উপকরণ দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। প্রতিদিন জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ।

বিগত বছরগুলোর তুলনায় এ বছর অন্যান্য মাছের চেয়ে বেশি ধরা পড়ছে বাঘাইড়। নদীতে জাল ফেললেই মিলছে বাঘাইড় মাছ। এক একটি বাঘাইড় মাছের ওজন ১০-৮০ কেজি। তবে, ছোট ছোট বাঘাইড় মাছ ধরা পড়ছে বেশি। মাছের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। যমুনা পাড়ের বোহাইল গ্রামের মিঠু মিয়া জানান, তিনিসহ তিনজন প্রতি রাতে নৌকায় করে ফাঁসি জাল দিয়ে মাছ ধরেন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ১০-১২টি করে বাঘাইড় মাছ ধরেন তারা। সপ্তাহখানেক ধরে এভাবেই বাঘাইড় ধরে বাজারে বিক্রি করছেন।

প্রতিদিন জেলেদের ৪৫-৫০টি মাছ ধরা নৌকা নদীতে ভাসছে। শখের বশেও অনেকে মাছ ধরছেন।

শহড়াবড়ি গ্রামের হিরালাল হাওয়ালদার জানান, গেল ১০ বছরে এ রকম বাঘাইড় মাছ ধরা পড়েনি। এবার বন্যায় নদীতে বাঘাইড় মাছ বেশি এসেছে। তাই বেশি ধরা পড়ছে। এই মাছ সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, কাজিপুরসহ পার্শ্ববর্তী এলাকার বাজারগুলোতে বিক্রি করেন তিনি। প্রতি বছর এভাবে বাঘাইড় মাছ ধরা পড়লে জেলেদের আর অভাব থাকবে না। ধুনট বাজারের আড়ৎদার প্রভাত চন্দ্র জানান, এখন বাজারে নদীর মাছ বলতে বাঘাইড় মাছের সরবরাহ বেশি। প্রতি কেজি বাঘাইড় বিক্রি হচ্ছে ৭০০-৮০০টাকা দরে। ক্রেতাদেরও বাঘাইড় মাছের প্রতি আগ্রহ অনেক।     

ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, যমুনায় ধরা পড়া তাজা মাছ বাজারে তোলেন জেলেরা। সকালে এ মাছ দেখার জন্য অনেকই বাজারে আসেন। কেউ দাম দর করেন, কেউ বা আবার শখের বসে বাঘাইড় মাছ কিনে নেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।