ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ইনোভেশন সার্কেল ও শুদ্ধাচার কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
খাগড়াছড়িতে ইনোভেশন সার্কেল ও শুদ্ধাচার কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়িতে বিভাগীয় ইনোভেশন সার্কেল ও জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিভাগীয় ইনোভেশন সার্কেল ও জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

চট্টগ্রাম বিভাগীয় কশিনার রুহুল আমীনের সভাপতিত্বে  কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এস এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মঞ্জুরুল মান্নান, বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমুখ।

কর্মশালায় সরকারি সুযোগ-সুবিধা জানাতে ও মাঠ পর্যায়ে সমস্যা সম্ভাবনা জেনে সরাসরি সমাধানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমন, শুদ্ধাচার ও সেবা পদ্ধতি সহজকরণ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।