ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসভবনে আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসভবনে আগুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার  মেয়র আলমগীর শাহী সুমনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার  মেয়র আলমগীর শাহী সুমনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে ঘরের একটি কক্ষের সোফাসেট পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
 
এরআগে ১০ নভেম্বর বিকেলে একদল দুর্বৃত্ত মেয়রের বাড়িতে জোর করে ঢুকে দরজা-জানালার কাঁচ ও মোটরসাইকেল ভাঙচুর করে।
 
সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও উপজেল‍া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন বাংলানিউজকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা টহল দিচ্ছেন যেন বড় ধরনের অঘটন না ঘটে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।