ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে মিছিলটি শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সভাপতি পিন্টু মিয়া, সাধারণ সম্পাদক মো. আসলাম, উপদেষ্টা হাজী আব্দুল আজিজ, আলী হোসেন, করিম মিয়া ও হাজী আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

শুভাঢ্যা উত্তরপাড়া সন্ত্রাস ও মাদকবিরোধী সংগঠন এ মিছিলের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।