চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাঠেরপুল এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৫ হাজার পিস ইয়াবাসহ সোনা মিয়াকে আটক করা হয়।
সোনা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/