সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘মাদকের আগ্রাসন রোধে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় দৈনিক কলম সৈনিক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়া প্রেসক্লাবে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম।
কলম সৈনিক’র সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম ও বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট স্বপন চন্দ্র দাস।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর