রংপুর: দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিতর্কিত পাঠ্যসূচির সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম নামে একটি সংগঠন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরামের আহ্বায়ক কাওসার আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির মহানগর সভাপতি আব্দুর রহমান কাশেমী, জেলা সভাপতি এটি এম গোলাম মোস্তফা, সহ-সভাপতি খাইরুল ইসলাম, নগর সহ-সভাপতি শেখ মহসিন আলী, ইঞ্জিনিয়ার নূর বকস, সেক্রেটারি আব্দুর রহমান ফারুকী, জেলা সেক্রেটারি মাহমুদুর রশীদ রিপন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরএইচএস