ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন ভারতীয় বন্দির মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ঢামেকে চিকিৎসাধীন ভারতীয় বন্দির মৃত্যু 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারক মুখার্জি (৫৫) নামে এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে হাসপাতালে মারা যান তিনি। 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারক মুখার্জি (৫৫) নামে এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

 

মৃত তারক পশ্চিমবঙ্গের ২৪পরগনা জেলার গাইডঘাটা থানার গরজালা গ্রামের গিরুবাম মুখার্জির ছেলে।  

তিনি বাংলাদেশের খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্যে গত ৬ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।