ঢাকা: রাজধানীর রায়েরবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মো. কাদির (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কিছুটা শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রায়েরবাগ হাসেম রোড এলাকায় দুর্ঘটনা আহত হন তিনি।
নিহত কাদিরের খালাতো ভাই জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, কাদির রায়েরবাগ এলাকায় থাকতেন। তিনি জন্ম থেকে কিছুটা শারীরিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার রায়েরবাগ হাসেম রোড এলাকায় একটি ভ্যানে করে ইট নিয়ে যাওয়ার সময় চালককে সহযোগিতা করার জন্য ভ্যানটি ধাক্কা দিচ্ছিলেন কাদির। এ সময় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিলে ভ্যানের চালক ও কাদির গুরুতর আহত হন।
পরে দু’জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে শুক্রবার দুপুর ১২টার দিকে মারা যান কাদির। তবে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে বাড়ি চলে যান ভ্যান চালক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, কাদিরের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজেডএস/আরআইএস/জেডএস