গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া শাখা উদীচী শিল্পী গোষ্ঠীর ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় কোটালীপাড়া মুক্তিযোদ্ধা মিলনায়তনে উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি শংকর শাওজাল প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
পরে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
কোটালীপাড়া উপজেলা উদীচীর সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উদীচীর কর্মীরা সংগীত ও নৃত্য প্রর্দশন করেন। পরে অশোক কর্মকারকে সভাপতি ও রতন সেন কংকনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কোটালীপাড়া শাখার নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে