ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাইস কুকারে ইয়াবা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
রাইস কুকারে ইয়াবা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লার চান্দিনা উপজেলায় রাইস কুকারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় রাইস কুকারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন তীরচর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের নাজমুল আলম (৪৪) ও ছোলেমানপুর গ্রামের সামছুদ্দিনের মেয়ে নাজমুন নাহার (১৯)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নাজমুল আলম ও নাজমুন নাহারকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি রাইস কুকারে তল্লাশি চালিয়ে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।