বরিশাল: ‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ এই স্লোগান নিয়ে বরিশালে উদীচী শিল্পগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম গুণী সম্মাননা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন- উদীচীর সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক বিমল মজুমদার, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল খেলাঘর সভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তি শ্রী নিখিল সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, উদীচীর জেলা সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ মুন্সী, সাধারণ সম্পাদক শুধাংশ কুমার বিশ্বাস প্রমুখ।
পরে একটি র্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএস/বিএসকে/পিসি