ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা বারোটা থেকে ‘সচেতন হিন্দু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়’ এ ব্যানারে জড়ো হওয়া শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করে।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অবনিত রায় বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমরা শাহবাগের রাস্তা ছাড়বো না।
এ সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি জানান অবরোধকারীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, শাহবাগ রাজধানীর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে তিনটি হাসপাতাল রয়েছে। তাই রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকেবি/জিপি/আরআই