ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে দেড় লাখ টাকার জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বড়াইগ্রামে দেড় লাখ টাকার জাল ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কৈখোলার বিলে প্রায় দেড় লাখ টাকার বাদাই জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কৈখোলার বিলে প্রায় দেড় লাখ টাকার বাদাই জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগে বিকেলে ইউএনও ইশরাত ফারজানা কৈখোলার বিলে অভিযান চালায়। এসময় দেড় লাখ টাকার অবৈধ বাদাই জাল জব্দ করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।