রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার পাড়াগাঁও বাজারের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চার মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রাসেল (৩০), একই এলাকার কামিজদ্দিনের ছেলে রফিক (২৫), আব্দুল কুদ্দুসের ছেলে সাত্তার ও কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার সিকিম আলীর ছেলে বাবু (২৫)।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ বাংলানিউজকে জানান, তারা দীর্ঘদিন ধরে উপজেলার লাভরাপাড়া ও পাড়াগাঁওসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাড়াগাঁও বাজারের বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২১৫ পিস ইয়াবাসহ ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি/জেডএস