ঠাকুরগাঁও: বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের উদ্যোগে জেলা কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সমবায় মার্কেটে গিয়ে শেষ হয়।
সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মু. সাদেক কুরাইশি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/এমএ