রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তফা কামাল (৩৮) নামে কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মাছুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, ২০১৫ সালে যৌতুক মামলায় মোস্তফা কামালের তিন বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাছুমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তফা কামালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এএসআই।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি