ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
রূপগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তফা কামাল (৩৮) নামে কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তফা কামাল (৩৮) নামে কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মাছুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তফা কামাল মাছুমাবাদ এলাকার এমদাদ হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, ২০১৫ সালে যৌতুক মামলায় মোস্তফা কামালের তিন বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাছুমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তফা কামালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।