ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজবন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
রাজবন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৩তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

রাঙামাটি: রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৩তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে এ চীবর দান করেন।

এরআগে বৃহস্পতিবার রাতব্যাপী তুলা থেকে সুতা কেটে রং শেষে এ বিশেষ পরিধেয় বস্ত্র বুনন করা হয়।
 
শুক্রবার দুপুরে পুন্যার্থীদের উদ্দেশে পঞ্চশীল পাঠ করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। পরে চীবর দানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির।

চীবর দান অনুষ্ঠানে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সচিব তরুণ কান্তি ঘোষ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।