ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
কুড়িগ্রামে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

কুড়িগ্রাম জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট জাহেদুল হক মিলু’র সভাপতিত্ব বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ফুলবর রহমান, মোনাব্বার হোসেন মিন্টু, শেখ মো. আব্দুল খালেক, আবুল বাশার মঞ্জুর, আব্দুল হাই রঞ্জু, প্রভাত কুমার বর্মণ, সাঈদ আক্তার আমিন প্রমুখ।

এর আগে একটি র‌্যালি করা হয়। ৠালিটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।