ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে যুবলীগের শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
নাটোরে যুবলীগের শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর: বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় নাটোর জেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে শহরের কানাইখালি এলাকার পুরাতন বাসস্ট্যান্ড চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

পরে তা শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সাইম হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া), সাধারণ সম্পাদক রহুল আমিন বিপ্লব, সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।