ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ঝালকাঠিতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি: বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে জেলা শহরের বারোচালা প্রাঙ্গণে এক সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।



দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভায় যোগদান করেন নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ্ পনির, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা যুবলীগের নেতা কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।