ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ওলিয়ার রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মাগুরা: মাগুরায় সড়ক দুর্ঘটনায় ওলিয়ার রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওলিয়ার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে আব্দুল হকের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমল হুদা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পারনান্দুয়ালী ব্রাক অফিসের সামনে রয়েল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে ওলিয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ গাড়িটি আটকের চেষ্টা করছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।