টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কামালপুর কয়েদীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েদীপাড়া এলাকায় গজারি বনে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি/পিসি