ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বরগুনায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরগুনা জেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি ৠালি বের হয়।

ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাংগীর কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।