ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
লক্ষ্মীপুরে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।
 
জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ন‍ূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক সোয়েব হোসেন ফারুক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল রিপন, বায়েজীদ ভূঁইয়া, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক টিটু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক হাফিজ উল্যাহ, যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু ও  যুবলীগ নেতা সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।