কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বিজয়া পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দিনব্যাপী মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে মিরপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রাধারমন কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, পৌর মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ সাহা, সাংগাঠনিক সম্পাদক নিলয় কুমার সরকার, আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শিলা বসু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক সুজন কর্মকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি